রচনা প্রতিযোগিতায় মেট্রোপলিটনের তিন শিক্ষার্থীর কৃতিত্ব

গণগ্রন্থাগার অধিদপ্তর ও সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী।

প্রতিযোগিতায় ‘স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক বিষয়ে রচনা লিখে মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী যৌথভাবে দ্বিতীয় এবং অপরজন তৃতীয় পুরস্কার পেয়েছেন। এরা সবাই আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী। গতকাল বুধবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Post MIddle

দ্বিতীয় পুরস্কারপ্রাপ্তরা হলেন আইন ও বিচার বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী বিবেক কর্মকার লিটন ও ইব্রাহিম আহমেদ এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত মফিজুর রহমান মফি এলএলএম এর শিক্ষার্থী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয় গণগ্রন্থাগার অধিদপ্তর ও সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ।

 

পছন্দের আরো পোস্ট