ইউএপিতে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টশন অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্প্রিং সেমিস্টার ২০১৮ তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের প্লাজাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন ইউএপির ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন, সদস্য আব্দুল মালেক মোল্লা, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, প্রক্টর অধ্যাপক আবু সাইদ এম আহমেদ, রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী এবং ফার্মেসী বিভাগের শিক্ষক জেমস রিগ্যান কর্মকার।
এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকমন্ডলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।