শেকৃবির সিরাজউদ্দৌলা হলে পানি সংকট: প্রভোস্টের কক্ষ ভাঙচুর

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলে আজ রাতে প্রভোস্টের কক্ষে ভাঙচুর চালায় কিছু ছাত্র। হলের ডাইনিং, ক্যান্টিন সহ সর্বত্রই পানির অপর্যাপ্ত সরবরাহের জের ধরে আনুমানিক রাত ৯.৪৫ টায় হল প্রভোস্টের কক্ষে বাইরে থেকে জানালার কাচ ভাঙচুর করে হলের কিছু বিক্ষুব্ধ ছাত্র।

Post MIddle

বিক্ষুব্ধ ছাত্রদের মধ্য থেকে নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের হলের এক আবাসিক ছাত্র বলেন- শুধু আজকে নয় বেশ কয়েকদিন আগে থেকেই হলে পানির স্বল্পতা যেন নিয়মিত স্বাভাবিক ব্যাপার। ঘটনার পরে সত্যতা যাচাইয়ের জন্য হলের ডাইনিং এর ওয়াটার টেপ ছাড়লে কোন পানি পাওয়া যায়নি। এ ঘটনার পরে হল প্রশাসনের কোন বিবৃতি প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

তবে, হলের নোটিশ বোর্ডে প্রভোস্টের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিজার্ভারের সাময়িক ত্রুটির কারণে হলে পানির অপর্যাপ্ত সরবরাহের কথা উল্লেখ করে ছাত্রদের পরিমিত পানি ব্যবহারে অনুরোধ করা হয়েছে।

পছন্দের আরো পোস্ট