মাদক কে না বলার শপথে নবীনরা

দেশের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম মাদকবিরোধী ফোরাম “স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম” এর আয়োজনে গত ২৯ শে মার্চ বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হয়ে গেলো “যুগান্তরে নব্যযাত্রী” শীর্ষক মাদকবিরোধী শপথ, নবীন বরণ আর সাস্কৃতিক আয়োজন।
আয়োজনটির উদ্বোধন ঘোষনা করেন আয়োজনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ স্ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, সংগঠনটির চিফ এডভাইজর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামারুজ্জামান মজুমদার, স্টুডেন্ট ওয়েলফেয়ার উপদেষ্টা রেহানা আক্তার। সংগঠনের সাধারন সম্পাদক বিজনেস এডমিনিস্ট্রেশননের শিক্ষার্থী বেনজির আবরারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাখিল খন্দকার নিশান।
প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, “স্টামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম ভালো করছে। তাদের সাম্প্রতিক কার্যক্রম চোখে পড়ার মত, আমাদের কর্তৃপক্ষ তাদের সাথে আছি সবসময়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক খোরশেদ আলম তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এরপর ১২৯ জন নবীন শিক্ষার্থীকে সদস্য হিসেবে বরণ করে নেয়া হয় সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে।
Post MIddle
সংগঠনের চিফ এডভাইজর প্রফেসর ড. আহমদ কামারুজ্জামান মজুমদার বলেন, ” তোমরা স্টামফোর্ডের সেরাদের সেরা সংগঠনে যোগ দিয়েছো। তোমাদের চলার পথ মসৃণ হোক, শুভকামনা সবার জন্য।”
এরপর আয়োজনের দ্বিতীয় পর্বে তরুনদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আয়োজনটির ডিজিটাল পার্টনার লিডসাস এর প্রতিষ্টাতা ও সিইও সাদিক আল সরকার, জাতীয় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় ২০১৫ ও ২০১৭ তে চ্যাম্পিয়ন শাকিল রেজা ইফতি, নিজেকে বলার মত একটা গল্প দরকার প্রজেক্ট নিয়ে কাজ করা সফল ব্যাক্তিত্ব ইকবাল বাহার, ফোর্বস ম্যাগাজিনের তালিকায় থার্টি আন্ডার থার্টি এশিয়ায় নাম আসা, চেন্জ এর প্রতিষ্ঠাতা সাজিদ ইকবাল। তারা তাদের জীবনের গল্পটা তুলে ধরে সবাইকে পজেটিভ চিন্তাভাবনা এনে ক্লাবিং করার নির্দেশনা দেন।
দুপুরের পর হাসান সাকিব আর সানজিদা স্বর্নার প্রানবন্ত উপস্থাপনায় সাস্কৃতিক আয়োজনটিতে তারুণ্যের উচ্ছাস ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষৎতে এমন ভালো ভালো কাজে পাশে থাকার অনুরোধ জানান সংগঠন সভাপতি রাখিল খন্দকার।
পছন্দের আরো পোস্ট