জাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ জন কার্যনিবার্হী সদস্য বিশিষ্ট এ কমিটিটি কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। কমিটিতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিনকে আহ্বায়ক ও রতন বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও নাজমুল হাসান অভি ও কৌশিক রহমান শিমুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- হাবিবুল্লাহ তালুকদার, সজিব হোসেন, মোবারক হোসেন, বায়েজিদুর রহমান, সেলিম মাহাবুব, জেবুন্নেছা পাঠান কল্যাণী, নুসরাত জাহান, মোশাররফ হোসেন, ইলিয়াছ বিন শামস, জান্নাত আরা তিথি ও শামিম খন্দকার প্রমুখ।