খুবির স্থাপত্য ডিসিপ্লিনে সেলফ এসেসমেন্ট শীর্ষক কর্মশালা

আজ বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে শেয়ারিং ফাইন্ডিংস অব সেলফ এসেসমেন্ট অব বিআর্ক প্রোগ্রাম শীর্ষক কর্মশালা ডিসিপ্লিনের উঠানে অনুষ্ঠিত হয়। স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ও সেলফ এসেসমেন্ট (এসএ) কমিটির সভাপতি প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।

Post MIddle

কর্মশালায় ফাইন্ডিংস অব সেলফ এসেসমেন্ট অব বিআর্ক প্রোগ্রামের ওপর পাওয়ার পয়েন্টে বিশ্লেষণধর্মী অসাধারণ ও অনাবদ্য এক উপস্থাপনা তুলে ধরেন এসএ কমিটির সদস্য প্রফেসর ড. আফরোজা পারভীন। পরে টেকনিক্যাল সেশনে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে মেজর স্টেকহোল্ডারদের নিকট থেকে প্রাপ্ত বিষয়ে রিফ্লেকশন ফিডব্যাক অন ইমপ্রুভমেন্ট উপস্থাপন করেন এসএ কমিটির সদস্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার মাহফুজউদ দারাইন ও প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম।

এছাড়া তিনটি গ্রুপের তিনজন টিমলিডার ফিডব্যাক উপস্থাপন করেন। কর্মশালার সমাপ্তি সেশনে স্টেকহোল্ডার নিকট থেকে প্রাপ্ত ফিডব্যাকের সারাংশ তুলে ধরেন প্রফেসর ড. আফরোজা পারভীন। কর্মশালার সমাপ্তি বক্তব্য রাখেন এসকমিটির সভাপতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা।

এ সময় খুবির স্থাপত্য ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী নকী ও বিএ ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক বর্তমানে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নার্গিস আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, এসএ কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, স্থাপত্য এলামনাই, সিনিয়র শিক্ষার্থী ছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমের প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার কুয়েটের স্থাপত্য বিভাগের প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট