‘মায়াজাল’

হাজারো রঙের ব্যস্ততায়
নিজেকে করেছি ক্ষান্ত
আবেগী মনটাকে পারিনি
ক্ষুদ্র মায়াজালে বাঁধিতে।
স্বপ্ন দেখেছি দুনিয়াবী
করিব এক নিমিষেই জয়-
জয়ের আশায় করিলাম

Post MIddle

জীবন ভর ক্ষয়।
যুবকের লাঙল কাঁধে না রাখিয়া
করেছি সময় ব্যয়,
আজ আর মোর চাহিলেও
ফিরিয়া পাবার সময় নায়।
দিনশেষে কলমের খাতায়
জীবন আমার শূন্য।
জীবন যুদ্ধে পরাজয়ী শ্রমিক
আমি আজ ক্লান্ত।
আমি এক পরাজয়ী শ্রমিক
করিবার আর কিছু নাই,
সময় থাকিতে যদি করিতাম
সময়ের মৃতব্যয় ,
হয়তো আজ হলেও আমি
হতাম স্বপ্নময়।

সাব্বির আহমেদ,গণিত বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পছন্দের আরো পোস্ট