কুবিতে বিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম শুরু করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কযের সামনে এসে শেষ হয়।

Post MIddle

পরে আলোচনা সভা ও কেককাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ড. মো: শামিমুল ইসলাম, ক্যাডেট আন্ডার অফিসার (সিউও) সোহান শেখ।, ক্যাডেট সার্জন আব্দুর রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিমেন্টের ক্যাডেট, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সাজেন্টসহ প্লাটুনের অন্যান্য ক্যাডেটরা।

উল্লেখ ২০০৯ সালে কুমিল্লার ময়নামতি রেজিমেন্টের আন্ডারে কাজ করে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন। বিশ্বিবিদ্যালয় বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করছে এই প্লাটুন

পছন্দের আরো পোস্ট