রুয়েটে আনন্দ র‌্যালী

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ মধ্যআয়ের দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের নিমিত্তে গতকাল দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়।

Post MIddle

আজ একাডেমিক ভবন থেকে এই বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: রফিকুল আলম বেগের নেতৃত্বে র‌্যালীটি রাজশাহী-ঢাকা মহাসড়ক ছাড়াও রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালীতে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মো: মোশাররাফ হোসেন, অ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকারসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শাখা ও সেকশন প্রধান ছাড়াও সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট