জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগে চার শিক্ষার্থী শোকজ

র‌্যাগিং ও শারিরিক নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের চার শিক্ষার্থীকে শোকজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগর প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং ও শারিরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কারণ দর্শানোর জন্য এ নোটিশ দেয়া হয়। শোকজকৃতরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের অর্নব, গুলজার ও নাইমুর এবং ইতিহাস বিভাগের আসিফ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেন।

Post MIddle

প্রসঙ্গত,শোকজকৃত চার শিক্ষার্থী গত ১৫ মার্চ ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থীদেরকে টিএসসি থেকে সপ্তম ছায়া মঞ্চে ডেকে নিয়ে র‌্যাগিং ও শারিরিক নির্যাতন করে।পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীরা বুধবার ঘটনার বিচার দাবি করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়,১৫ মার্চ বিকালে টিএসটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করছিল শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে সপ্তম ছায়ামঞ্চে ডেকে নিয়ে পরিচয় জানতে চায় ৪৬তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী।একপর্যায়ে তাদেকে অশালীন গালাগালি করে এবং ৪৬ ব্যাচের আসিফ ৪৭তম ব্যাচের নীরবকে থাপ্পড় মেরে কান ধরে দাড়িয়ে থাকতে বলে এবং সজীবকে পুকুরে ফেলে দেয়ার হুমকি দেয়। এছাড়াও উপমা নামের আধিবাসী এক শিক্ষার্থীকে তার ধর্মীয় ও সাংস্কৃতিক মতাদর্শ নিয়ে কটুক্তি করে এবং পরবর্তীতে কোন অভিযোগ প্রদান করলে হলে দেখে নিবে বলে হুমকি দেয় তারা।

পছন্দের আরো পোস্ট