কবিতায় ক্যারিয়ার ফয়সাল হাবিব সানির

গোপালগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (বশেমুরবিপ্রবি) এগিয়ে নিতে অাত্নপ্রত্যয়ী ২১ বছর বয়সী স্বপ্নবাজ তরুণ, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী দ্রোহ ও প্রেমের কবি, অমর একুশে গ্রন্থমেলায় পাঁচটি কাবিতাগ্রন্থের রচয়িতা, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফয়সাল হাবিব সানি’র সময়ের সেরা ২০ পঙক্তি
* অামি জন্মেছিলাম জিততে
একদিন মৃত্যুও নেবো জন্মকে জিতে।
* বলি ওগো, পাতালপুরীর ডাগর চোখের কন্যে
অামার হৃদয় গিফট করলাম তোমার বুকের জন্যে।
* চারিদিকে তোমার মুখরিত ধ্বনি, গর্বিত বিশ্বভূমি
তোমার জন্যে পৃথিবী নয়, পৃথিবীর জন্যে তুমি।
* কলম তুমি থেমে যেও না, চলতে অাবার লাগো…
দানব-দাজ্জাল যে যেখানে বিশ্ব থেকে ভাগো।’
* পৃথিবীর সবথেকে সহজ প্রশ্ন `ভালোবাসো’?
সবথেকে কঠিন উত্তর `ভালোবাসি’!
* হয়তো মোদের দেখা হবে না, কথা হবে না কোনোদিন
একসাথে ফুটব তবু হৃদয়ের বৃন্তে- মোরা প্রেম হব চিরদিন…
* অামি জানি, তোমার ভেতরও এক পাথর রয়েছে
তুমি ইচ্ছে করলেই সে পাথর ভাঙতে পারো না-
পাথর ভাঙতে ব্যর্থ তুমি, তাই নতুন পাথরও গড়তে পারো না।
* প্রতিটা মানুষ মাতৃ জরায়ুর সময় থেকে প্রচণ্ডভাবে অামৃত্যু মৃত্যুর মতো একা
* তোমার পাশে কেউ নেই; শুধু একটি শব্দ দাঁড়িয়ে রয়েছে `একা’
তুমি অাজন্মই তাকে ভালোবাসো, কারণ তুমি অাজন্মই একা!
* অাবার এসো না মেয়ে,
কলিজার ভেতর অামার হৃদয় বেয়ে…
* যতোটুকু দেওয়া যায় প্রেম- তারও কম দিতে পারিনি কিছু
ভালোবাসা তবু ধেয়ে অাছে, এ উদ্ভট হৃদয়ের পিছু…
* শুধু একবার বলে ওঠো `ভালোবাসি’
অামি সেই সুখে হাস্য মুখে মৃত্যুকে পরাবো ফাঁসি।
* যতো দূরেই থাকি, ভালোবেসেই ডাকি তবু `বিরহ’ নাম দিয়েছি এই
যতো কাছেই থাকি, মনে হয় হারাবারই বাকি কেনো জানি তোমাকেই!
* ছেলেটি প্রেমের কাঠগড়ায় দাঁড়িয়ে ঈশ্বরের সামনে তার বুকের কুরঅান শরীফ ছুঁয়ে বলছে, `ছেলেটি মেয়েটিকে শুধু অনেক পছন্দই করতো না, ভীষণভাবে ভালোবাসতো।
* বুকের বাঁ পাশটা জানে, কতোটা অনল, কতোটা দহন প্রাণে!
অামি শুধু জানি, তুমি অামার `অামি’র অামিত্বের অর্থ ও মানে।
* যে চলে যায়, সে চলে যায়- চোখের শিশিরেরা ভেজে ঘাসে
যে চলে যায়, সে-ই থেকে যায় বুকের দেওয়াল পাশে।
* ছেলেটির গ্রীষ্মের চোখে এখন বরষার প্লাবন, হৃৎপিণ্ডখেকো মৎস্য সমুদ্রে ডুব
ছেলেটি অাজন্মই মেয়েটিকে পাঁজরের কাছে রেখে ভালোবেসে গেছে খুব…
* তুমি ফুল হও, ফুল হয়ে ফোটো
সুবাস হয়ে তুমি পৃথিবীকে লুটো।
* যে অাজও অামার পরিচয় পায়নি
তাকে বলে দাও— অামি তাকে চেয়েছি, কবিতা চায়নি।
* এ রুক্ষ বুভুক্ষ জন্মে মানুষের ভালোবাসা পেলে
কথা দিলাম— শোধ দেবো জন্মঋণ; জন্ম দেবো জন্মকাব্য, অামার অরচিত ছেলে
ফয়সাল হাবিব সানি
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
অমর একুশে গ্রন্থমেলায় পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা। 
Post MIddle
পছন্দের আরো পোস্ট