জাবির ডিন অফিস অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন নিয়োগেকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে অরবোধ করেছে আন্দোলনকারী আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ। এসময় তারা নতুন ডিন নিয়োগের সিদ্ধান্তকে প্রত্যাহার করে কোন নিয়মতান্ত্রিকভাবে সিনিয়র অধ্যাপকের কাছে দায়িত্ব দেওয়াসহ সাত দফা দাবি উপস্থাপন করে। এ অবরোধ কর্মসুচি গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত চলে।

এ সময় আন্দোলনকারীরা ডিন অফিসে তালা লাগিয়ে দেয়। ফলে নতুন ডিন অধ্যাপক রাশেদা আখতার অফিসে প্রবেশ করতে পারেনি। পরে আন্দোলকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে তিন দফা দাবি পেশ করেন। দাবির মধ্যে রয়েছে-আইন অনুষদের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলামকে স্বল্পতম সময়ে পদোন্নতি নিশ্চিত করে তাকে আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিতে হবে। অনতিবিলম্বে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা আহ্বান করতে হবে।

Post MIddle

এদিকে প্রথম দফা(নতুন ডিন নিয়োগ প্রত্যাহার) নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিস অবরোধ করলেও ভিসির সঙ্গে সাক্ষাৎকালে এ দফাটি উহ্য রাখা হয়।এ বিষয়ে আন্দোলনকারী অধ্যাপক মো. আবুল হোসেন বলেন,‘আমরা প্রথম দফাটি প্রত্যাহার করে নিয়েছি আর বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘তিনটি দাবির বিষয়ে আমাকে অনুরোধ করা হয়েছে।এবিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।’

পছন্দের আরো পোস্ট