নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৩জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন – আনিসুর রহমান (এস এম ওয়াজিদ বৃত্তি), মো: জিয়াউর রহমান (মোমেনা বেগম বৃত্তি) এবং মো: ফিরোজ রানা (আবুল হাসনাত মাহমুদ বৃত্তি)। আজ ১৮ মার্চ ২০১৮ রবিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. নাজমা বেগম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। তিনি বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে।
পরে, ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে অধ্যাপক ড. নাজমা বেগম ৪ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।