বিইউএফটি এর ৬ বছর পূর্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর ৬ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নিশাতনগড়, তুরাগ, ঢাকায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৪ মার্চ ২০১৮ ইং তারিখে উদযাপন করা হয়।

Post MIddle

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর উদ্দিন সিদ্দিক। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোজাফফর উদ্দিন সিদ্দিক কেক কেঁটে বিশ্ববিদ্যালয়ের ৬ বছরপূর্তি অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ৬ বছরের সার্বিক অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টিজের সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতাসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বছরপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি: আইয়ুব নবী খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিষ্ট্রার আ ন ম রফিকুল আলম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন হেড অব লজিষ্ট্রিক জনাব সহিদউল্লাহ ও সহযোগী অধ্যাপক, বিআইএফটি জনাব কাজী শামসুর রহমান। সর্বশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডীনগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট