বিশ্ববিদ্যালয় হবে বিটেক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে (বিটেক) শিগগিরই বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী।

তিনি বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বস্ত্রখাত। দেশের মোট আয়ের সিংহভাগই আসে এই খাত থেকে। বর্তমানে দেশে একটি মাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু বস্ত্রখাতকে আরও সমৃদ্ধ, গতিশীল রাখা এবং দক্ষ বস্ত্র প্রকৌশলী গড়ে তুলতে টেক্সটাইলের আরও বিশ্ববিদ্যালয় গড়ার প্রয়োজন রয়েছে। বিটেককে বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করতে প্রস্তাবনা জাতীয় সংসদে উত্থাপনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চলছে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিটেক ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. নুরন্নবী সরকার, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফেডারেশনের সভাপতি ও বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ, কালিহাতী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকীসহ প্রমুখ।

Post MIddle

অনুষ্ঠানে সব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী আশরাফ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্র সংগঠন এসবিএসের সভাপতি আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি সোহেল হাজারী তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তার আমলে কালিহাতীতে ফায়ার স্টেশন প্রতিষ্ঠা, এলেঙ্গায় রেলস্টেশন ও ফ্লাইওভার তৈরির অনুমোদন সংসদে পাস হওয়ার কথা জানান।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সোহেল হাজারী বিটেকের উদ্বোধন, শিক্ষক সংকট দূরীকরণ, চলমান বিএসসি ডিগ্রির পাশাপাশি এমএসসি ডিগ্রি চালু, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রদানে আলাদা লাইন, পরিবহন ব্যবস্থা ও শতভাগ আবাসিক সুবিধা প্রদানের আশ্বাস দেন।

তিনি তরুণ বস্ত্র প্রকৌশলীদের নিজের, পরিবার, সমাজ তথা জাতির ভাগ্যোন্নয়নে আরও বেশি বইমুখী হওয়ার আহ্বান জানান। পরে আমন্ত্রিত অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পছন্দের আরো পোস্ট