জাককানইবিতে শুভসংঘের নতুন কমিটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক কালের কণ্ঠ’র পাঠক সংগঠন ‘শুভসংঘ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে রেজাউল আলম রাতুলকে সভাপতি এবং হুমায়ুন কবির সরকার (টুটুল)-কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১২মার্চ (সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় পুরাতন খেলার মাঠে উপদেষ্টা মন্ডলী এবং সাবেক সভাপতি- সাধারণ সম্পাদকের উপস্থিতিতে উপদেষ্টা মন্ডলীর অনুমতিক্রমে আগামী এক (০১) বছরের জন্য বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিলটন চন্দ্র দেবনাথ, সহ সভাপতি সানজিদা হক ভাবনা, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক, আসমা খাতুন, অর্থ-সম্পাদক আবীর মোদক, প্রচার সম্পাদক আদনান খান সবুজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক বৃষ্টি পাঠান, দপ্তর সম্পাদক সৈয়দ রাসেল হোসেন, পাঠচক্র বিষয়ক সম্পাদক কনক কান্ত চৌধুরী, সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাতুন নাঈম তুষার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান নকিব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জগন্নাথ চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক তিতলী দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মাহি, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফা জাহান সুইট, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল মোহাম্মদ পিয়াস, কার্যনির্বাহী সদস্য- রায়হান হাসেম রাব্বি, এনামুল হক, ওয়াসিও আল আজি, শাহিদুল হক সাগর, নিপু মিঞা, সুমন গাবিল, মোহাম্মদ নাঈম। তৌহিদুল ইসলাম, সৌরভ আহাম্মেদ, রাজু আহাম্মেদ, এনামুল হক তপু।