শুরু হচ্ছে ইউল্যাব ফেয়ার প্লে কাপ
ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা এগারতম বারের মতো ১৫ই মার্চ ২০১৮ থেকে শুরু হচ্ছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।এই টুর্নামেন্টের গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গাজী গ্রুপ।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, গাজী গ্রুপ এর পরিচালক জনাব বদরুল আলম খান, ইউল্যাব ফিল্ড স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তৌফিক আজিজ ও ইউল্যাব ক্রিকেট দলের সহ অধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি।
গাজী গ্রুপ এর পরিচালক বদরুল আলম খান বলেন আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে একদিন বিশ্বকাপ আসবেই। তিনি ইউল্যাবকে এধরনের আয়োজনে অব্যাহত রাখার আহ্বান জানান এবন ভবিষ্যতেও এধরনের আয়োজনে গাজী গ্রুপ ইউল্যাব এর পাশে থাকবে বলে আশ্বাস দেন। অধ্যাপক ইমরান রহমান এই আয়োজনে পাশে থাকার জন্য গাজী গ্রুপের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ১৫ই মার্চ থেকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে সেখানে সাংবাদিকদের উপস্থিতি কামনা করেন এবং উপস্থিত মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করবে ১২ টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারীবিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অববাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবংপ্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ইউল্যাব আশা করে, এ উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাব এরই প্রতিযোগিতার মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ পায়। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লেকাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।
পুরো প্রতিযোগিতায় ২০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ ই মার্চ ২০১৮, বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে ইউল্যাব ও গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশএর মধ্যে। ১২ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা আটটিদল সেমিফাইনালে ওঠার জন্য সুপার-৮ রাউন্ডে খেলবে। সুপার-৮ রাউন্ডে বিজয়ীচারটি দল সেমিফাইনালে ওঠার জন্য ২৭ মার্চ, ২০১৮ পরস্পরের মুখোমুখিহবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৯ মার্চ, ২০১৮ ফাইনালম্যাচটি খেলবে। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ আর রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।
টেকনিক্যাল সাপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড; টিভি মিডিয়া পার্টনার: গাজী টিভি;নিউজ পার্টনার : কালের কণ্ঠের ও ঢাকা ট্রিবিউন; রেডিও পার্টনার: রেডিও স্বাধীন এফএম ৯২.৪; অনলাইন নিউজ পার্টনার: সারা বাংলা; গিফট পার্টনার: মীনা সুইটস; রিফ্রেশমেন্ট পার্টনার;রিফ্রেশমেন্ট পার্টনার : আল ফ্রেস্কোও কন্টেন্ট পার্টনারঃ কন্টেন্ট ম্যাটারস; ইউল্যাব জার্সি পার্টনার : লোটো
অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুনঃ http://cricket.ulab.edu.bd