আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে চবি উপাচার্যের সাক্ষাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী পবিত্র ওমরাহ পালন এবং মিশরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন উদ্দেশ্যে গত ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পবিত্র মক্কা শরীফ ও মিশর গমন করেন। বিগত ৫ মার্চ ২০১৮ তারিখ দুপুর ১২.৩০টায় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (প্রেসিডেন্ট) Professor Dr. Muhammad Hussein Al Mahrasawy-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভাইস-প্রেসিডেন্ট) Professor Dr. Mohamed Mahmoud A. Hashem সহ উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (প্রেসিডেন্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা এবং সেদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইসলামিক স্থাপত্য সম্পর্কে চবি উপাচার্যকে অবহিত করেন। মাননীয় উপাচার্য উক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে সম্যক অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। চবি উপাচার্য উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা মান উন্নয়ন, বিজ্ঞান মনস্ক মানবসম্পদ উৎপাদনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসার ও সম্প্রসারণ, বৃত্তি প্রদান ইত্যাদি বিষয়ে সেতু বন্ধন রচনায় একটি সমঝোতা স্মারক (MOU) চুক্তির বিষয়ে ঐক্যমত পোষণ করেন। চবি উপাচার্য এ মর্মে আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করেন যে, এ চুক্তি বাস্তবায়িত হলে আমাদের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় সমৃদ্ধি অর্জনের সুযোগ ঘটবে এবং তাঁরা মানবকল্যাণে দৃশ্যমান ভূমিকা রাখতে সক্ষম হবেন।

পছন্দের আরো পোস্ট