যবিপ্রবিতে শিক্ষক নিয়োগ

বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যোগ্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ: অ্যাসোসিয়েট প্রফেসর পদে গণিত বিভাগে ১ জন, ইংরেজিতে ২ জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অনুজীব বিজ্ঞান বিভাগে ১ জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ লেকচারার পদে ইংরেজি বিভাগে ২ জন এবং লেকচারার পদে গণিত বিভাগে ২ জন, অনুজীব বিজ্ঞান বিভাগে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

Post MIddle

বেতনস্কেল: জাতীয় বেতনগ্রেড অনুযায়ী অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৫০,০০০/- ৭১,২০০/ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩৫,৫০০/- ৬৭,০১০/ টাকা এবং লেকচারার পদে ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

আবেদনের নিয়ম: প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পদভেদে নির্ধারিত চার থেকে সাত সেট দরখাস্ত পাঠাতে হবে ‘রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর- ৭৪০৮’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানো যাবে ১৮ মার্চ পর্যন্ত।

পছন্দের আরো পোস্ট