আইইউবিতে জব ফেয়ার

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র স্নাতক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮ আইইউবি-র নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকা-য় দিনব্যাপী ‘জব ফেয়ার (চাকুরী মেলা)’ অনুষ্ঠিত হয়।

ইউনির্ভাসিটির ক্যারিয়ার গাইডেন্স এ্যান্ড প্লেসমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত এই চাকুরীমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আইইউবি-র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী। উল্লেখ্য যে, এবছর আইইউবি তার প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ন করছে এবং এটি ছিল আইইউবির এযাবৎকালের সর্ববৃহৎ চাকুরীমেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও আইইউবি-র ক্যারিয়ার গাইডেন্স এ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. আবদুল্লাহ ইকবাল।

Post MIddle

দিনব্যাপী এই চাকুরী মেলার উদ্দেশ্য ছিল মূলত: দু’টি। প্রথমত: বিভিন্ন কোম্পানীর কর্মকান্ড সর্ম্পকে শিক্ষার্থীদের জানার সুযোগ প্রদান ও পছন্দের পেশা নির্বাচনে সহায়তা করা এবং চাকুরীর সাক্ষাৎকারে নিজেকে যথাযথ উপস্থাপনের কলা-কৌশল শেখানো এবং দ্বিতীয়ত: অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের ব্যবসা ও কর্মকান্ডের লক্ষ্য অর্জনে পছন্দের প্রার্থী
নির্বাচনের সুযোগ করে দেয়া।

চাকুরী মেলায় ৪৯ টি প্রতিষ্ঠান মোট ৫৬ টি স্টলের মাধ্যমে উল্ল্যেখযোগ্য সংখ্যক আইইউবি গ্রাজুয়েটদের জীবন-বৃত্তান্ত সংগ্রহ ও চাকুরীর অফার প্রদান করেন। মেলায় চাকুরীদাতা প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা এবং চাকুরী প্রত্যাশী উল্ল্যেখযোগ্য সংখ্যক আইইউবি’র শিক্ষার্থীবৃন্দ সমবেত হন।

//স

পছন্দের আরো পোস্ট