চকরিয়ায় দুইদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিনের ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা রোববার ২৫ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে শুরু হয়েছে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণিল বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

পরে চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।

Post MIddle

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফেরদৌসী আক্তার দীপ্তি।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি সমৃদ্ধ উপকরণ নিয়ে স্টলে অংশগ্রহণ করেছেন। এদিকে সরেজমিন মেলা ঘুরে এসব স্টল পরিদর্শন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

//স

পছন্দের আরো পোস্ট