প্রতিযোগিতায় ফলাফল পরিবর্তনে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

চকরিয়া কলেজ সম্প্রতি সম্পন্ন হওয়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮এর গুরুত্বপূর্ণ ইভেন্ট কবিতা আবৃত্তির ঘোষিত ফলাফল পরিবর্তনের অভিযোগে কালো ব্যাজ ধারণ করেছে কলেজের শিক্ষার্থীরা।

রোববার ২৫ফেব্রুয়ারি সকাল ১১টায় অনার্স (রাষ্ট্র বিজ্ঞান) বিভাগসহ সকল বিভাগের শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করে কলেজ শহীদ মিনার এবং কলেজ ফ্ল্যাগ স্ট্যান্ড চত্ত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। এতে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিলও করে এসব শিক্ষার্থীরা। এসময় সুষ্ঠু ও সুন্দর ফলাফল বঞ্চিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post MIddle

তারা দাবি করেন, বিনোদন মানুষকে সুস্থ রাখার খোরাক যোগাগ। চকরিয়া কলেজেও এমন বিনোদনের আয়োজন করেছে। সেই বিদোদনে যদি হয় বৈষম্য ও স্বজনপ্রীতি; তাহলে নৈতিকতা কোথায় গিয়ে ঠেকবে?। তাই সংশ্লিষ্ট ইভেন্টের ফলাফল যেনো; কোন ধরনের কারচুপি কিংবা লুকোচুরি না হয়, নির্ভেজালভাবে পুনরায় ঘোষণা করা হোক।

//স

পছন্দের আরো পোস্ট