
ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার আগামীকাল
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার সকাল ৯টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর প্রফেসর এমিরিটাস ড. রফিকুল ইসলাম।
//স