রাবিতে ‘জব ফেয়ার’ শুরু ২৮ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী জব ফেয়ার শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে চাকরি প্রত্যাশীদের জন্য আয়োজিত এ মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।

শুক্রবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি শাহিনুর আহমেদ শাকিল বলেন, রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো আয়োজিত চাকরি মেলার উদ্বোধন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। এছাড়াও সংগঠনটির উপদেষ্টা শিক্ষকমন্ডলী উপস্থিত থাকবেন।

Post MIddle

তিনি আরো বলেন, দুই দিনব্যাপী এ চাকরি মেলায় মোট ২৬টি কোম্পানি অংশ নিচ্ছে। ২৮ ফেব্রুয়ারি চাকরি প্রত্যাশীদের সিভি জমা নেওয়া হবে। ১ মার্চ চাকরি প্রত্যাশীদের মৌখিক পরীক্ষা নেবেন বিভিন্ন কোম্পানির কর্মকর্তাবৃন্দ। এছাড়াও চাকরি মেলায় মোট ১১টি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, সভাপতি শাহিনুর আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান লিপু।

উল্লেখ্য গত বছর চাকরি মেলা থেকে মোট ৬৪ জন চাকরি প্রত্যাশী বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছিলেন।

//স

পছন্দের আরো পোস্ট