নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান (২০- ফেব্রুয়ারি) মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী (এমপি)।

এতে সভাপতিত্ব করনে, নোয়াপাড়া বিশ্ববিদ্যাল কলেজের অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী।

অধ্যাপিকা সাল সাবিল কবির চৌধুরী পরিচালনায়, আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান দিদারুল আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর শিকদার, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া  বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্তী, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, কলেজ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত)  সভাপতি অালিফ, সাধারণ সম্পাদক আরফিুল ইসলাম, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাহাবউদ্দীন, সাধারণ সম্পাদক আমির হামজা, ইরফান ফয়েজ, শিমুল, মামুন, প্রমূখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন বতর্মানে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ সার্বিক দিক দিয়ে অনেক এগিয়েছে। রাউজানের ছেলে মেয়েরা সর্বক্ষেত্রে মেধার পরিচয় দিতে হবে। তাদেরকে দেশপ্রেম নিয়ে জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

পছন্দের আরো পোস্ট