জাবিতে রুশ-বাংলা ভাষা ও সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

ঢাকাস্থ রুশ দূতাবাসের আয়োজনে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রুশ-বাংলা ভাষা ও সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় উপাচার্য বলেন, সম্মিলিত প্রয়াস ছাড়া ভাষা সমৃদ্ধ হয় না। তিনি বলেন, ভাষা চর্চার মধ্যে লিঙ্গ, শ্রেণি, বর্ণ বা যে কোনো পক্ষের অবমাননা পরিহার যোগ্য। উপাচার্য বলেন, বাংলাদেশের প্রতি রুশ সরকার ও জনগণের ভালোবাসা ও বন্ধুত্ব সুদীর্ঘ কালের। সম্পর্কের গভীরতায় এ দু’দেশের বন্ধুত্ব ক্রমশ এগিয়ে যাচ্ছে।

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্ডার পি. ডেমিন। তিনি তাঁর ভাষণে রাশিয়া-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ। আরও বক্তব্য রাখেন অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক ড. খালেদ হোসাইন প্রমুখ।

//স

পছন্দের আরো পোস্ট