বেরোবিতে মহান শহীদ দিবস উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এসময় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন। এরপর দিবসটিকে কেন্দ্র করে আয়োজিত আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং গণসংগীতের উদ্বোধন করেন তিনি।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় প্রক্টর, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতি অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও দিবসের মুল অনুষ্ঠানে থাকছে রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৭:২৫ টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল সাড়ে ৭টায় প্রভাতফেরি, সকাল ৮টায় শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ এবং সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
//স