নোবিপ্রবিতে গ্রন্থাগার দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সস (আইআইএস) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। এ উপলক্ষে আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে আনন্দ র্যালি বের করা হয়।
Post MIddle
র্যালি শেষে নোবিপ্রবি’র লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইআইএস এর পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তৃতা করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘গ্রন্থাগার দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
পছন্দের আরো পোস্ট