গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধীনে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি, ২০১৮ রোজ রবিবার সকালে এ হাসাপাতালের উদ্বোধন করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান, অতিথি অধ্যাপক ড. মোতাহার হোসেনসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। হাসপাতাল উদ্বোধনের পর এ দিন খামার ও আশপাশের এলাকার প্রায় শতাধিক গরু, ছাগল ও হাসম-মুরগীকে বিনামূল্যে টিকা প্রদান করা হয় ।

Post MIddle

ভেটেরিনারি টিচিং হাসপাতালের অধীনে খামারের পশুর প্রাথমিক চিকৎসা প্রদান, পোষ্ট মর্টেম, সিজারিয়ান অপারেশন, সাধারণ সার্জারী, হাঁস-মুরগীর ব্লাড টেস্ট, ফিড এনালাইসিস ও পোষা প্রাণীর সব ধরণের চিকিৎসা প্রদান করা হবে। গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ডেইরী ও পোল্ট্রি খামারের পশু ছাড়াও অন্যরা কমমূল্যে এই সেবা নিতে পারবেন।

//স

পছন্দের আরো পোস্ট