চুয়েটে যন্ত্রকৌশল বিভাগে ইপিআর অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর ‘Institutional Quality Assurance Cell (IQAC)’ প্রকল্পের অধীনে তিনদিনব্যাপী যন্ত্রকৌশল বিভাগের Mi External Peer Review (EPR) কার্যক্রম শুরু হয়েছে। অদ্য ২৮ জানুয়ারী (রোববার), ২০১৮ খ্রি. যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত রিভিউ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বহিঃসদস্য (এক্সটার্নাল টিম মেম্বার) হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালেয়শিয়ার অধ্যাপক ও সেন্টার ফর কোয়ালিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ইয়াহায়া বিন মোঃ সাম (Prof. Yahaya Bin Md. Sam), বুয়েটের নেভাল আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ও বুয়েট IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক।

Post MIddle

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট যন্ত্রকৌশল বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. বদিউস সালাম। এতে যন্ত্রকৌশল বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট উপস্থাপন করেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষকম-লী অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী উক্ত রিভিউ কার্যক্রম চলবে আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত।

//স

পছন্দের আরো পোস্ট