ঢাবি উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র-এর উদ্যোগে Literary Reception of Women in Renaissance’ Bengalশীর্ষক এক সেমিনার গতকাল (২৩ জানুয়ারী ২০১৮) মঙ্গলবার উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র-এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেরুনা মুর্মু। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন আলোচনায় অংশগ্রহণ করেন।

Post MIddle

কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালন করেন কেন্দ্রের পরিচালক ও বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের অধ্যাপক ড. কাজল বন্দোপাধ্যায়। সেমিনারে বাংলার নব-জাগরণের পরিপ্রেক্ষিতে সাহিত্য কর্মে লেখিকাদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়।

পছন্দের আরো পোস্ট