খুবিতে তিন দিনব্যাপী পিয়ার রিভিউ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনে তিনদিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রম শুরু হয়েছে।

Post MIddle

এ উপলক্ষে আজ ২৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সাথে তাঁর সেমিনার কক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারতের নইদা এনটিপিসি স্কুল অব বিজিনেসের প্রফেসর ড. উষা চন্দের নেতৃত্বে এক্সটার্নাল পিয়ার রিভিউ (ইপিআর) টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সময় পিয়ার রিভিউয়ার টিমের দেশীয় কোয়ালিটি এক্সপার্ট হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক সুকান্ত ভট্টাচার্য এবং সাবজেক্ট এক্সপার্ট হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হক, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সেলফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট