খুবিতে তিনদিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রমের সমাপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত ও ফার্মেসি ডিসিপ্লিনে তিনদিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রম আজ (২২ জানুয়ারি) সোমবার শেষ হয়েছে। এ উপলক্ষে শ্রীলংকার কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর সুদাত আর ডি কালিঙ্গামুডালির এবং ভারতের নইদা এনটিপিসি স্কুল অব বিজিনেসের প্রফেসর ড. উষা চন্দরের নেতৃত্বে এক্সটার্নাল পিয়ার রিভিউ (ইপিআর) টিমের সদস্যবৃন্দ একইসাথে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বিদায়ী সাক্ষাত করেন ।

এসময় তারা তিন দিনব্যাপী পিয়ার রিভিউকালে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত পর্যবেক্ষণ তুলে ধরেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উভয় ইপিআর টিমের সদস্যবৃন্দকে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইটি ডিসিপ্লিনের উচ্চ শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Post MIddle

আগামী ২০২১ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন অবকাঠামোগত সুবিধা সৃষ্টি হবে ফলে একাডেমিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা থাকবে না। এ সময় গণিত ডিসিপ্লিনের পিয়ার রিভিউয়ার টিমের দেশীয় কোয়ালিটি এক্সপার্ট হিসেবে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস ও সাবজেক্ট এক্সপার্ট হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. এম আব্দুর রব, অপরদিকে ফার্মেসি ডিসিপ্লিনের পিয়ার রিভিউয়ার টিমের অন্যদুজন দেশীয় বিশেষজ্ঞ হলেন কোয়ালিটি এক্সপার্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহানুর রহমান এবং সাবজেক্ট এক্সপার্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ শওকত আলী উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন দুটির সেলফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট