শ্রেষ্ঠ কবিতা

আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখতে চাই
সেটা হবে তোমাকে নিয়ে আমার লিখা,
একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবিতা।
যেটা লিখতে আমার সময় লাগবে এক যুগ
অথাৎ বারো বছর
তখন তোমাকে তা পড়ার জন্য চোখে লাগাতে হবে মোটা গ্লাসের চশমা ,
সেই কবিতায় থাকবে একান্তই তোমার আমার কথা ।
ভালোলাগা, ভালোবাসা, পাওয়া না পাওয়ার. যত সব কথা
প্রায় দুই যুগ হলো তোমার আমার পরিচয়,
এখনও কেউ কারোর কাছে তিক্ত নয়।
কিন্তুু বয়সের ভারে শত ক্লান্তি ভর করেছে তোমার দেহে, অনুভূতি গুলিও ভোতা হয়েছে অনায়াসে।
কর্ম ক্লান্ত দেহে ঘরে ফিরে ঘুমের মাঝে হারিয়ে যাও প্রায়শঃ
আমি রাতজাগা সেই পাখি ,
তোমার ক্লান্ত মুখটাকে চেয়ে দেখি
কি করুণ তা বড় মায়া লাগে আমার.।
শুয়ে শুয়ে ভোর হওয়ার প্রতিক্ষায় থাকি,
তবুও মনে মনে প্রতাশ্যা করি,
প্রিয়তম তুমি ভালো থাকো সর্বদা ।
তুমি ভালো থাকলে ভালো থাকবো আমরা
তোমাকে নিয়েই তৈরী করেছি স্বপ্নের পাহাড়।
তবে চিৎকার করে হয়তো কখনও বলিনা,
প্রিয়তম আমি তোমাকে বড় ভালোবাসি
হয়তো তোমার প্রতি আমার ভালোবাসার নিঃশর্ত. দান।
তবে তুমি বিদ্রুপ করে বলোনা ভালোবাসা আবার নিঃশত হয় নাকি ?
আমি বলবো আমার. ক্ষেত্রে সেটা হয়
অর্থ, বৃত্ত ও জৌলুসের প্রতি চরম লোভ আমার নাই,
বেঁচে থাকার জন্য. যতটুকু দরকার
আমাদের নিঃশর্ত ভালোবাসা বেচেঁ থাকবে ততদিন যতদিন বেচেঁ থাকবো আমরা।

পছন্দের আরো পোস্ট