বিজয়ের কলতান

সবুজ পতাকায় লাল সূর্যের হাসি,
বাংলার বুকে আজ আনন্দের রাশি।
এই পতাকা আনতে কত লাশ গেছে
গঙ্গা যমুনায় ভাসি।

লাখো বীর গলায় পরেছে
মৃত্যু বিজয়ের ফাসিঁ।
শত বাঙ্গালীর ঘরে আজও
স্বজন হারানোর কান্না,
হাজারো মায়ের চোখে ছিল
পূত্র শোকের বন্যা।

Post MIddle

এই পতাকার নিঃস্বার্থ দান
একটা স্বাধীন সংবিধান,
স্বাধীন বাঙ্গালীর উল্লাস যেন
বিজয়ের কলতান।

পেয়েছিল বাঙ্গালী বিজয়ের স্বাদ,
পাকিস্তানী হানাদার করে বধ।
স্বাধীন পতাকা বাংলার বুকে
রবে অবিনশ্বর,
লাখো প্রানের দামে কেনা
১৬- ই ডিসেম্বর।

 

শিরিন আক্তার লিমা,রাজশাহী বিশ্ববিদ্যালয় ,মনোবিজ্ঞান বিভাগ

পছন্দের আরো পোস্ট