হাবিপ্রবিতে আইকিউএসি’র অগ্রগতি পর্যালোচনা সভা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেকেপ প্রকল্পের অর্থায়নে আইকিউএসি (ওছঅঈ) -এর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ভিআইপি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান। উক্ত পর্যালোচনা সভায় সকল অনুষদীয় ডীন,উপাচার্য মনোনীত এ বিশ্ববিদ্যালয় হতে দুই জন সিনিয়র প্রফেসর, আইআরটি’র পরিচালক, রেজিস্ট্রার এবং হিসাব শাখার পরিচালক অংশগ্রহণ করেন।

Post MIddle

পর্যালোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন, লক্ষ্য ও উদ্দেশ্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দশমবার্ষিকী পরিকল্পনা, শ্রেণীকক্ষ উন্নয়ন, গবেষণাগারে যন্ত্রপাতি উন্নীতকরণ, শিক্ষার্থীদের আবাসন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

পছন্দের আরো পোস্ট