বেরোবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ

১১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি হেয়াত মামুদ ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Post MIddle

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়, সহ-সভাপতি উৎপল কুমার মহন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জিনাত আফরিন প্রমুখ।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোন কর্মসূচি পালন করা যাবেনা এ রকম নিয়মের তীব্র নিন্দা এবং তা প্রত্যহারেরও জোর দাবি জানাচ্ছি। তাছাড়া ক্যাম্পাসে যেন কোন অগণতান্ত্রিক নিয়ম চালু না করা হয়।

//স

পছন্দের আরো পোস্ট