সংসার পিঞ্জর

প্রিয়তম যদি ব্যথা দেয়,
মনে কর তার সাথে কাটানো সুন্দর সময়।
ক্ষোভে যদি বিচ্ছেদ হয়,

ভেবে দেখ, বিচ্ছেদের চেয়ে ভালবাসা মধুময়।
কালো মেঘ যদি মনে উঁকি দেয়,
না পাওয়ার বেদনায় সিক্ত করানো হৃদয়।

চোখের আড়ালে যে পড়ে রয়,
মনে রেখ, অন্তরের গহীনে তারই বসতি হয়।

বিশাল পৃথিবী এক রঙ্গালয়,
সংকীর্ণমনা হয়োনা কভু হয়ে বিস্ময়।
সাগরের ঢেউ যেমন ছন্দময় রয়,
সংসারের ভেলা তেমনি গতিময় হয়।

Post MIddle

অজান্তে যদি ছন্দের পতন হয়,
বুঝে নিও মনোবীণা কোন সুর বাজায়।
যদি আঘাতের বান ভাঙন ধরায়,

ধৈর্য্যের বাঁধনে পূরণ করে নিও সহসায়।

কভু মন কষাকষিতে প্রাণাহত সন্ধ্যায় নামায়,
সমঝোতায় কাঠি নাড়িয়ে নিও পিঞ্জর কোঠায়।

সংসার তখনই মধুময় হয়,
যখন মানবী চলে মানবের ইশারায়।
সংসার পিঞ্জরে উজান-ভাটি হয়,
আদি-অন্তে কিংবা প্রাণবন্ত যৌবনের সূচনায়।

//স

পছন্দের আরো পোস্ট