জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের শিক্ষা সমাবেশ ৪ ফেব্রুয়ারি

সারাদেশের কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘শিক্ষা সমাবেশের’ নতুন তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, সকাল ১০:০০টা। এতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠান আয়োজনে সর্বপ্রকার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আজ ১৬/০১/২০১৮ তারিখ সকাল ১০:০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে তাঁর অফিস সংলগ্ন কক্ষে বিশ^বিদ্যালয়ের অফিস প্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা শেষে উপাচার্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও প্রফেসর ড. মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

Post MIddle

২৪শে জানুয়ারি বেলা ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ‘শিক্ষা সমাবেশ’ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

পছন্দের আরো পোস্ট