ইবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর পাশে রংতুলির বুনন

অর্থাভাবে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়া শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘রংতুলির বুনন’। সোমবার দুপুর দুটায় শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সেমাবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলানায়তনের করিডোরে আরবি ভাষা ও সাহিত্য এবং লোক প্রশাসন বিভাগে ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেয় সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন রুদ্র, তারিকুল ইসলাম সাংবাদিক সমিতির ইরফান মাহমুদ রানা, রংতুলির বুননের উদ্যেক্তা রুমি নোমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নাদিম মাহমুদ, সাগর, সদস্য সাজেদা আক্তার প্রমূখ।

Post MIddle

২০১৬ সালের পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) প্রতিষ্ঠিত এ সামাজিক সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবস কেন্দ্রিক তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রগতিশীল ভাবধারার এ সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করে থাকে। এরই ধারাবাকিতায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অর্থাভাবে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়া দুই শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে সংগঠনটি।

ভর্তিচ্ছু আসাদুজ্জামান নুর বলেন,‘একসময় ভেবেছিলাম আর্থিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বুঝি এখানেই শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে দাড়ানোর জন্য।’

পছন্দের আরো পোস্ট