প্রকৃতির বৈচিত্র্যময় ও মনমুগ্ধকর দৃশ্য

বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যাবলীর কোনো তুলনা হয় না । চারদিকে যত তাকাই, ততই মুগ্ধ হই । মাঝে মাঝে মনে হয়, বিধাতা অতি যত্নের সাথে সৃষ্টি করেছেন সব কিছু । তাঁরই সকল সৃষ্টির মাঝে একটি অপরূপ সৃষ্টি হল পাখিকুল । বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায় । বিভিন্ন ধরণের পাখির মিষ্টি সুরের মধ্য দিয়ে আমাদের ভোরের ঘুম ভাঙ্গে ।

আপনি কি জানেন আমাদের দেশে মোট কত প্রজাতির পাখি আছে ?

Post MIddle

বাংলাদেশে মোট ৪৬৬-টি প্রজাতির পাখি আছে । যার মধ্যে ১২-টি বিরল প্রজাতি । এই সকল পাখিগুলো বিভিন্ন আকার-আকৃতির, বিভিন্ন রঙ-বর্ণের এবং প্রত্যেকটি পৃথক পৃথক বৈশিষ্টের অধিকারী হয়ে থাকে ।

তেমনই কিছু পৃথক বৈশিষ্টের অধিকারী পাখির, কিছু বিরল দৃশ্য তুলে ধরা হল যা আপনার মনকে নাড়া দিয়ে যাবে ।

প্রকৃতির বৈচিত্র্যময় কিছু দৃশ্যাবলী যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে (1)প্রকৃতির বৈচিত্র্যময় কিছু দৃশ্যাবলী যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে (1)

পছন্দের আরো পোস্ট