মোরেলগঞ্জে বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্রে ৬৩ জন শিক্ষার্থীও মধ্যে ৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রথম দিনেই ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান ও উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা তরফদার তৈয়েবুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
//স