এইউবিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

আজ ১০ জানুয়ারি  সকাল ১০টায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে স্প্রিং সেমিস্টার ২০১৮ এর Orientation Ceremony এইউবির আয়েশা মিলনায়তনে উপ-উপাচার্য প্রফেসর ড.এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন- এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন- এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক, ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক।

বক্তব্য রাখেন-ট্রেজারার এডভোকেট আবুল কালাম আজাদ,রেজিস্ট্রার ড.মোঃ শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম মনিরুল ইসলাম,স্কুল অব সোশ্যাল সাইন্সের ডিন অধ্যাপক ড.খলিলুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড.মুহসিন উদ্দিন, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আশরাফ হোসেন, ইনফরমেশন ও লাইব্রেরী ম্যনেজমেন্টের  প্রধান মো:মতিন, স্কুল এফেয়ার্সের ডিরেক্টর মিজানুর রহমান,প্রবীন ছাত্রী তুরিন সুবহান,নবীন ছাত্রী শারমিন সুলতানা।স্বাগত বক্তব্য রাখেন- এইউবির এডমিশন ডিরেক্টর মো:গিয়াস উদ্দিন।

Post MIddle

উপস্থিত ছিলেন-বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,নবীন-প্রবীন ছাত্র-ছাত্রীবৃন্দ ।

সভায় উপাচার্য নবীনদের উদ্দেশ্যে  বলেন-মানুষের জীবনে অনেকগুলো বাক থাকে।মেধা দিয়ে সেটা বাক পেরোতে হয়।জীবনটা কোথায় নিয়ে যাবে সে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এইউবি তোমাদেরকে প্রত্যাশীত মানে পৌছাতে সার্বিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও মান সংরক্ষণ এবং পাঠদান নিশ্চিত করণে বিশেষ ভূমিকা পালন করবে।

//স

পছন্দের আরো পোস্ট