১০ জানুয়ারি জবির ‘ডি’ ইউনিটে সাক্ষাৎকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (শাখা পরিবর্তন) শূন্য আসনে ভর্তির জন্য সাক্ষাৎকার ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে সাক্ষাৎকার নেয়া হবে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ৯৯৫ থেকে ১১০৪ পর্যন্ত মেধাক্রমধারীদের এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় মেধাক্রম ৪৪৮, ৪৫২, ৫১৫ থেকে ৫৬৯ পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

Post MIddle

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থী নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে পরবর্তীতে তার সাক্ষাৎকার নেয়া হবে না। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)- এ পাওয়া যাবে।

//স

পছন্দের আরো পোস্ট