আইইউবি-তে গবেষণা সম্মেলনের উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও কার্যকর গবেষণায় সহায়তা প্রদানের লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডেভলপমেন্টের উদ্যোগে ৪ দিনের চতুর্থ গবেষণা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার, ৮ জানুয়ারী ২০১৮ আইইউবি-র বসুন্ধরা, ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এই সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডেভলপমেন্টের পরিচালক ড. সালিমুল হক । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএসএইড বাংলাদেশের উপপরিচালক ড. কেরী রীভস। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

Post MIddle

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরাসী গবেষক ড. এলিস বিল্লাত এলসা হেলেন। অনুষ্ঠানে দেশীয় এবং আর্ন্তজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক গবেষক উপস্থিত ছিলেন।

//স

পছন্দের আরো পোস্ট