পাঁচ দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

, ভবনে তালা

মাভাবিপ্রবি সংবাদদাতাঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। শনিবার বিকালে শিক্ষার্থীরা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে।

Post MIddle

বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন ফি বাতিল, পরীক্ষার ফি বাতিল, ল্যাব ফি বাতিল, ক্রেডিট ফি কমিয়ে ৫০ টাকা করা, পরিবহন ফি ১০০ টাকা করার দাবিতে প্রক্টর প্রফেসর ড. মোঃসিরাজুল ইসলামের কাছে লিখিত আবেদন করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিকাল ৩টায় জানানো হয়, আবেদন পত্রে স্বাক্ষর না থাকায় এই আবেদনপত্র গ্রহনযোগ্য নয়।

এই ঘোষণা শোনার পর শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ হয়ে পড়ে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ##

পছন্দের আরো পোস্ট