জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটি সমঝোতা চুক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ আমেরিকার ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

Post MIddle

চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক-শিক্ষার্থীগণ ইমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। কাউন্সিল কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ইমপোরিয়া স্টেট ইউনিভার্সির ইন্টারন্যাশনাল এডুকেশনের নির্বাহী পরিচালক ড. মার্ক ড্যালি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এরআগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ে এক সেমিনারে ড. মার্ক ড্যালি তাঁর বক্তব্য উপস্থাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ সেমিনার উদ্বোধন করেন।

পছন্দের আরো পোস্ট