ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৭ ও ৮ জানুয়ারী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তিইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় নির্ধারণকল্পে সাক্ষাৎকার ৬ ও ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

৬ জানুয়ারী সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে মেধাত্রুমানুসারে প্রকাশিতব্য তালিকা অনুযায়ী আগামী ৭ ও ৮ জানুয়ারী ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ৬ ও ৭ জানুয়ারী সাক্ষাৎকারে অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে মেধাত্রুমানুসারে আগামী ৯ ও ১০ জানুয়ারী ভর্তি করা হবে।

Post MIddle

সকল কোটার পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ আগামী ১৪ জানুয়ারী কোটা কমিটির আহবায়ক প্রফেসর ডঃ মোঃ আলাউদ্দিন এর নিকট নির্ধারিত ফরমে আবেদনপত্রসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৫ জানুয়াী মধ্যে ভর্তি হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আলাউদ্দিন বলেন, ভর্তি প্রত্রিুয়া শেষ করে অতি দ্রুত নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা হবে।

//

পছন্দের আরো পোস্ট