শাবিকে ধূমপানমুক্ত ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবি) ধুমপানমুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি বিভিন্ন দোকানে টাঙানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের অনুবৃত্তিক্রমে ২০১৫ সালে প্রণীত বিধিমালা অনুসারে শাবিকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়।

Post MIddle

পাশাপাশি ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, টং দোকান, ফুডকোর্টসহ অন্যান্য জায়গায় তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১৮ মার্চ তৎকালীন ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক এক আদেশে ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। যদিও ওই নির্দেশনার পর অনেক শিক্ষক-শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায়।

//স

পছন্দের আরো পোস্ট