৪০ জনপদে নিয়োগ দিচ্ছে বিসিএসআইআর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। সায়েন্টিফিক অফিসার পদে ৩৪ জন এবং রিসার্চ কেমিস্ট পদে ৬ জনসহ মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। জেনে নিন বিস্তারিত নিম্নে দেওয়া হল।

পদ: সায়েন্টিফিক অফিসার
বিষয় ও পদসংখ্যা:
ক) ফার্মেসি ৪টি
খ) রসায়ন (জৈব/ অজৈব/ ভৌত/ পলিমার) ৪টি
গ) ফলিত রসায়ন/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪টি
ঘ) ভূতত্ত্ব ও খনিবিদ্যা ৩টি
ঙ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি ৩টি
চ) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ২টি
ছ) পদার্থবিদ্যা ২টি
জ) মাইক্রোবায়োলজি ২টি
ঝ) বায়োকেমিস্ট্রি ২টি
ঞ) সয়েল সায়েন্স ২টি
ট) লেদার ইঞ্জিনিয়ারিং ১টি
ঠ) জুলজি ১টি
ড) উদ্ভিদবিদ্যা ১টি
ঢ) ফলিত পদার্থ ১টি
ণ) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ১টি

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা এমএসসি ডিগ্রি
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা

Post MIddle

পদ: রিসার্চ কেমিস্ট
বিষয় ও পদসংখ্যা:
ক) রসায়ন ৩টি
খ) ফলিত রসায়ন ২টি
গ) উদ্ভিদবিদ্যা ১টি

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণির বিএসসি বা এমএসসি ডিগ্রি
বেতনস্কেল: ১২,৫০০/- ৩০,২৩০/ টাকা

আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে bcsir.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

//স

পছন্দের আরো পোস্ট